মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
Uncategorized

ঈদে শামীম-সারিকা’র ‘ফাইসা গেছি’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৫ মে, ২০২১

ছোটপর্দা এবং ইউটিউবের এই সময়ের দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ। বেশ কিছু ভালো ভালো নাটকে কাজ করে তারা দু’জনও দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে একটু একটু করে অঘোষিতভাবেই জুটিতে পরিণত হতে যাচ্ছেন। যে কারণে তাদের অভিনীত নাটকের প্রতি দর্শকের যেমন আগ্রহ বাড়ছে, ঠিক তেমনি তাদেরকে নিয়ে কাজ করার প্রতিও আগ্রহ বাড়ছে নির্মাতাদের। ঠিক তেমনি একজন নির্মাতা বাংলাদেশের অন্যতম একজন মিউজিক ভিডিও মেধাবী নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। তার পরিচালনায় শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ আসছে ঈদ উপলক্ষ্যে ‘ফাইসা গেছি’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন রশিদুর রহমান। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে।

সৌমিত্র ঘোষ ইমন জানান, ঈদ আনন্দকে ঘিরে নির্মিত এই নাটকটির গল্প কমেডি ঘরানার। ইমন বলেন,‘ শামীম এবং সারিকা দু’জনেই এই সময়ে দর্শকের কাছে বেশ প্রিয়। আর এই নাটকের গল্পে তাদের দু’জনেরই চরিত্রানুযায়ী চাহিদা থাকায় তাদের নিয়ে কাজ করা। মিউজিক ভিডিও নির্মাণের পাশাপাশি আমি এখন নাটক নির্মাণেও বেশ মনোযোগ দিচ্ছি। আশা করছি এই নাটকটি দর্শকের ভালো লাগবে।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শামীম বলেন,‘ এবারই প্রথম আমি সৌমিত্র ঘোষ ইমন দাদা’র পরিচালনায় কাজ করেছি। এই নাটকে আমাকে সিয়াম চরিত্রে দেখা যাবে। নাম শুনেই বুঝা যাচ্ছে নাটকটির গল্প কেমন হতে পারে। ইমন দাদার পরিচালনায় প্রথম কাজ হলেও কাজটি বেশ গুছানো ছিলো। আমি এবং সারিকা ছাড়াও এতে অন্য আর যারা কাজ করেছেন সবার সহযোগিতায় একটি ভালো কাজ হয়েছে। করোনার মধ্যে অনেক সচেতনতার মধ্যদিয়ে আমাদেরকে কাজটি করতে হয়েছে। আশা করছি দর্শকের ভালোলাগবে। ’

সারিকা সাবাহ বলেন,‘ আমি প্রায় এক মাস করোনার কারণে বিরতিতে ছিলাম। পরে কাজ শুরু করে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। তারপরও করছি। আমারও ইমন দাদা’র পরিচালনায় প্রথম কাজ করা। এই নাটকে আমাকে দেখা যাবে নাতাশা চরিত্রে। আশা করা যায় কাজটি দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে।’ আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। এছাড়াও আগামী ঈদে শামীম ও সারিকা’কে রুশো আহমেদ, মনসুরুর আলম চঞ্চল ও রাহাত কবিরের নাটকেও দেখা যাবে বলে জানালেন দু’জনই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ