রায়হান রাফি সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ নামক একটি ওয়েব সিরিজের। প্রথমে কয়েক সেকেন্ডের টিজার ছেড়েও বলছিলেন না কারা থাকবেন সিরিজটিতে। তবে এবার তিনি জানালেন, তার সিরিজটিতে অভিনয় করেছেন বর্তমান ও আগের প্রজন্মের ছয়জন অভিনেতা। তারা হলেন- তানজিন তিশা, তমা মির্জা, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, শরাফ আহমেদ জীবন, খায়রুল আলম সবুজ। রাফি বলেন, পাঁচটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই ওয়েব ফিল্ম। একেক অভিনয় শিল্পী একেক গল্পে থাকবেন। তানজিন তিশা ও মনোজ প্রামাণিক থাকবেন একটি গল্পে। তমা মির্জা, রাশেদ মামুন অপু, শরাফ আহমেদ জীবন, খায়রুল আলম সবুজ লিড করবেন বাকি চারটি গল্প।
তিনি আরো বলেন, ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ ওয়েব সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। এর দৃশ্যধারণ চলবে আরও কিছুদিন। ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আই থিয়েটারে। ঈদের সপ্তম বা নবম দিন এটি মুক্তি পাবে বলে জানান পরিচালক।
Leave a Reply