জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার নতুন গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘ভালোবাসি’। গানের কথা লিখেছেন এ মিজান। আজ শুক্রবার তার নিজস্ব ইউটিউব চ্যানেল সালমা মিউজিকে গানটি প্রকাশিত হয়েছে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যান। ১৪ বছরের বেশি দিন ধরে গানের সঙ্গে আছেন ক্লোজআপ তারকা সালমা। নিয়মিত গাইছেন, শো করছেন। এবার তিনি ‘ভালোবাসি’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হলেন।
গানটির বিষয়ে সালমা বলেন, গানটি গেয়ে খুব ভালো লেগেছে। আশা করছি দর্শক-শ্রোতা গানটি পছন্দ করবেন। গীতিকবি এ মিজান বলেন, আমরা সবাই নিজেদের সবোর্চ্চ দিয়ে গানটি করার চেষ্টা করেছি। সালমার কণ্ঠে এবং সুমন কল্যানের আয়োজনে দারুণ একটা গান হয়েছে। আমার বিশ্বাস গান-ভিডিও সবাই বেশ পছন্দ করবেন। আর শ্রোতাদের ভালো লাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।
Leave a Reply