টাঙ্গাইলের বড় কালীবাড়ি এলাকার নৃত্যশিল্পী তিথী সেন রহস্যজনক আত্মহত্যা নিয়ে সরব হয়েছেন স্থানীয় মানুষ। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনার জন্য প্রবাসী কণ্ঠশিল্পী রোকসানা মির্জার দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিথীর মা। এক ভিডিওবার্তায় তিনি এমন দাবি করেন।। গত ৮ এপ্রিল গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় নিথর দেহে পাওয়া যায় তিথীকে। জানা গেছে, বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশ অফিসার সজল রায় (৩০) এর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তিথীর। সজল রায় আগেও দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম সুশান সরকার (নিকু)। সজল রায়ের সাথে বিবাহ বিচ্ছেদ হলে দ্বিতীয় বিয়ে করেন বর্তমানে নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সংগীত শিল্পী রোকসানা মির্জাকে। এ ব্যাপারে তিথীর মা’র এক ভিডিওবার্তা থেকে জানা যায়, তিনিও তিথীর মৃত্যুর জন্য দায়ীদের বিচার চান। তবে তিথীর আত্মহত্যার পেছনে সজলের কোনো হাত নেই বলে ঘোষণা দেন, তিনি তিথী আত্মহত্যায় সজলের দ্বিতীয় স্ত্রী কণ্ঠশিল্পী রোকসানা মির্জাকেই দায়ী করেছেন।
ভিডিওবার্তায় জানিয়েছেন- তিথীর সঙ্গে প্রায়ই রোকসানা মির্জার টেলিফোনে কথা হতো। তিথীর চলাফেরার ওপরও নজরদারি করতো সে। এই নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হতো। তিথীর মৃত্যুর পাঁচদিন আগেও কথা কাটাকাটি হয়েছে। তিথীর মা সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ এ প্রতিবেদন লেখা পর্যন্ত করেন নি, তবে গণমাধ্যমকে জানিয়েছেন বিষয়টি মন্ত্রী দেখছেন (মন্ত্রীর কথা বলা হলেও তার নাম উল্লেখ করেন নি)। তার সঙ্গে পুলিশ যোগাযোগ করছে। তবে টাঙ্গাইল মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিলো। এরপর এটা নিয়ে তিথীর পরিবার কিছু করেনি। যদি পরিবার কাউকে দায়ী করে মামলা করতে চায় তাহলে আইন অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Leave a Reply