সিনিয়র বিনোদন সাংবাদিক, চলচ্চিত্র গবেষক ও পাক্ষিক ছায়াছন্দের সম্পাদক আব্দুল্লাহ জেয়াদের ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে তাবাসসুম নাহার ইফা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ২টার দিকে ১৩ বছর বয়সী ইফা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সাংবাদিক আব্দুল্লাহ জেয়াদ নিজেই।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও দেন তিনি। লিখেন- আমার মেয়ে তাবাসসুম নাহার ইফা আর নেই। দুই সপ্তাহ আইসিইউতে থাকার পর আজ (বুধবার) রাত ২টায় নিউরোসায়েন্সেস হাসপাতালে ইন্তেকাল করে ( ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন)। তার পোস্ট থেকে জানা যায়, ইফা রাজধানীর মনিপুর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল।
জানা গেছে, হাসপাতাল থেকেই ইফার মরদেহ গ্রামের বাড়ি কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে ইফার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছে। এছাড়াও কলামিস্ট কবি ইমরান রহমান, কণ্ঠশিল্পী, স্বীকৃতি, বাঁধন শোক জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। জানা গেছে, তাবাসসুম নাহার ইফা গত কিছুদিন ধরে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন ছিলেন।
Leave a Reply