জমজমাট প্রতিবেদক: সম্প্রতি মুক্তি পেল কণ্ঠশিল্পী তানিশা মির্জা’র ‘যৌবন কালে সোয়ামী পাইলাম না’ একটি গান। সংগীত ক্যারিয়ারে নানা ধরনের গান করেছেন কণ্ঠশিল্পী তানিশা মির্জা। ভার্সেটাইল শিল্পী হিসেবে তুলে ধরেছেন নতুন পরিচয়। জামালপুরের বহুল পুরোনো গিয়াস উদ্দিন বয়াতী’র কথা ও সুরে গানটি নতুন আঙ্গীকে সাজানো হয়েছে। এই গীত গানের কথা ও সুর করেছিলেন বয়াতী নিজেই। নতুন গানের রকি’র মিউজিকে সংগীতায়োজন করেছেন রুমী সেন। ‘যৌবন কালে সোয়ামী পাইলাম না’ শিরোনামে গানটির ভিডিও প্রকাশ পেয়েছে চলচ্চিত্র পরিচালক জসিম উদ্দিনের ১৩ লক্ষের সাবস্ক্রাইবের একটি ইউটিউব চ্যানেলে।
প্রথমবার কাভার গান গাওয়া প্রসঙ্গে কণ্ঠশিল্পী তানিশা মির্জা বলেন, ‘আমি দীর্ঘদিন গানের সাথেই আছি। শুরু থেকেই ফোক টাইপের গান করতে পছন্দ করি। এই গানটি আমি সংগীত শিল্পী বেলাল খানের কণ্ঠে শুনি। যেহেতু গানটি বউ পাইলাম ধারণার ছিল। মূল গানে সোয়ামী কথাটি যুক্ত থাকলেও এখন পর্যন্ত গানটি কেউ গায়নি। তাই সুযোগটি আর হাত ছাড়া করিনি। এই অল্প সময়ে ব্যাপক প্রশাংসা পাচ্ছি সবার। আশা করছি, গানটি অনেকের ভালো লাগবে।’
উল্লেখ্য, এ সময়ে আরও কিছু গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানিশা মির্জা। ‘যৌবন কালে সোয়ামী পাইলাম না’ গানটির পরিচালনা করেছেন বিনোদন সাংবাদিক আকাশ নিবির আর প্রযোজনা করেছেন ‘গুলশান শাড়ী মিউজিয়াম’ কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর হাবিবুর রহমান।
Leave a Reply