জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাতিমা-তুয-যোহরা ঐশী মহামারী করোনা’র এই প্রাদুর্ভাবেও থেমে নেই। নতুন নতুন সিনেমায় প্লে-ব্যাক করার পাশাপাশি তিনি নতুন নতুন আধুনিক গানও গাইছেন। এরইমধ্যে ‘ঐশী এক্সপ্রেস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার গাওয়া ‘আকাশ কিনতে চাই’ ও খুঁজে ফিরি তাই’ গান দু’টি। ‘আকাশ কিনতে চাই’ লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং ‘খুঁজে ফিরি তাই’ লিখেছেন এস এম আব্দুল্লাহ শান্তু। দুটি গানের সুর সঙ্গীত করেছেন নাহিদ নোমান অরুপ। এছাড়াও ‘এতো ব্যাথা কেনরে’ ও ‘কালারে’ শিরোনামের আরো দুটি গান প্রকাশিত হয়েছে। ‘এতো ব্যাথা কেনরে’ প্রকাশিত হয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত করেছেন অমিত কর। ‘কালারে’ লিখেছেন ও সুর করেছেন এস আই শহীদ এবং সঙ্গীতায়োজন করেছেন সালমান জাইম।ডিপি মিউজিকে প্রকাশিত হয়েছে প্রসেনজিৎ মন্ডলের লেখা ও অমিত করের সুর সঙ্গীতে ‘মরে গেলে বুঝবি’ (মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন) গানটি।
আধুনিক নতুন নতুন প্রকাশিত এই পাঁচটি গানের পাশাপাশি নতুন বেশ কয়েকটি সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন তিনি। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমার টাইটেল সং-এ কন্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ ও সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার রাফাত। এছাড়াও নিরঞ্জন বিশ্বাসের একটি সিনেমা, অপূর্ব রানা’র ‘গিভ অ্যা- টেক’ সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন ঐশী। এছাড়াও ফজলুল কবির তুহিন পরিচালিত সরকারী অনুদানের সিনেমা ‘গাঙকুমারী’তেও তিনি মাকসুদ জামিল মিন্টুর সুরে একটি গান গেয়েছেন। এই গানটি নিয়ে ভীষণ আশাবাদী ঐশী।
সিনেমার গান ও আধুনিক গান প্রসঙ্গে ঐশী বলেন,‘ করোনার এই সময়েও যে নতুন নতুন ভালো কিছু গান করতে পারছি, এটাই আসলে অনেক বড় বিষয়। নতুন গানগুলো প্রকাশ হবার পর শ্রোতা দর্শকেরা গানগুলো শুনছেন এবং তারা তাদের ভালোলাগা শেয়ার করছেন আমার সঙ্গে এটাও আমার জন্য নিঃসন্দেহে অনেক ভালোলাগার। কারণ, আমাদের চারিপাশটা এখন ভালো নয়। তারপরও নিয়মিত গান প্রকাশ হচ্ছে, আগ্রহ নিয়ে শ্রোতারা শুনছেন, এটা অকে বড় বিষয়। সিনেমার গান গাইতে যেমন আমার ভীষণ ভালোলাগে, অনুরূপভাবে আধুনিক গান গাইতেও আমার মধ্যে ভীষণ উচ্ছাস কাজ করে। সত্যি বলতে কী প্রত্যেকটি নতু গানেই আমি আমার নিজেকে নতুন করে আবিষ্কার করি, নিজের গায়কী’র নতুনরূপ দেখতে পাই।’
উল্লেখ্য , মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদা’র সিনেমায় ‘মায়ারে’ গান গেয়ে ঐশী প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। গানটি লিখেছেন মাসুদ পথিক এবং সুর সঙ্গীত করেছেন ইমন চৌধুরী। ছবি : আলিফ হোসেন রিফাত
Leave a Reply