গত ২৭ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক রহমান ফারহানের বিরুদ্ধে এক তরুণী জিডি করেছেন।জিডি নম্বর ১৬১৬।তরুণীর নাম প্রকাশে অনিচ্ছুক এ বিষয়টি নিজেই জানিয়েছেন। অভিনেতা ফারহানের সাথে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিলো তরুণী প্রতিবেদককে জানান। তার অভিযোগ এ সময় ফারহান তাকে অত্যাচার করেছেন। সম্পর্ক ত্যাগের কথা বললেই ফারহান হুমকি দিতেন। গত ২৬ মে তরুণীর পুরো পরিবারকে ‘ধ্বংস’ করে দেয়ার হুমকি দেন ফারহান। এরপরই তিনি জিডি করেন।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাহেরা খানম জিডির সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ফারহান বলেন, ‘এখনই এ বিষয়ে বলতে চাই না। তবে এটুকু বলতে পারি- আমাকে ফাঁসানো হয়েছে।’ ফারহান রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে অভিনয়ে তিনি বেশি মনোযোগী।
Leave a Reply