সোমবার থেকে প্রচার শুরু হয়েছে তরুণ মেধাবী নির্মাতা মুসাফির রনি পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘বাজিমাত’। নাটকটি রচনা করেছেন পাপ্পু রাজ। নাটকটি প্রযোজনা করছে ‘প্রচেষ্টা’। রাত ১০.০০ টা থেকে সপ্তাহের প্রতি শুক্র থেকে সোমবার একই সময়ে আরটিভির পর্দায় ধারাবাহিক এই নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা মুসাফির রনি।
ধারাবাহিক এ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেতা মীর সাব্বির বলেন,‘ এই ধারাবাহিকে আমি মুরাদ চরিত্রে অভিনয় করছি। এরইমধ্যে আমরা টানা আরো বেশ কয়েকদিন শুটিং-এ অংশ নিয়েছি। মুসাফির রনির পরিচালনায় এর আগে আমার কখনো কাজ করা হয়ে উঠেনি। তার যে বিষয়টা আমার কাছে ভালোলেগেছে তা হলো সে স্ক্রিপ্ট যথেষ্ট শ্রম দিয়ে ঠান্ডা মাথায় শিল্পীর কাছ থেকে অভিনয় আদায় করে নেবার চেষ্টা করেন। যে কারণে এই ধারাবাহিকে অভিনয় করে আমার ভালোলেগেছে। নাটকে আমার সঙ্গে আরো যারা অভিনয় করেছেন প্রত্যেকের কাছ থেকেই আন্তরিক সহযোগিতা পেয়েছি।’
নাটকটি নির্মাণ প্রসঙ্গে মুসাফির রনি বলেন,‘ এর আগে একই চ্যানেলে আমার পরিচালিত তোলপাড় ধারাবাহিক নাটকটি প্রচার হয়। এই নাটকটি অনেক দর্শকপ্রিয়তা পায়। দর্শকপ্রিয়তা থাকাবস্থাতেই ধারাবাহিকটির প্রচার শেষ করে বাজিমাত নির্মাণ শুরু করি। নাটকে যারাই অভিনয় করছেন প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করছেন। নির্মাতা হিসেবে এটাই আমার ভালোলাগা।’
মুসাফির রনি জানান ধারাবাহিকে আরো অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, আব্দুল্লাহ রানা, শামীমা তুষ্টি, কল্যান কোরাইয়া, নিলয় আলমগীর, সালহা খানম নাদিয়া, শাকিলা আক্তার’সহ আরো অনেকে। মুসাফির রনি’র ‘তোলপাড়’ নাটকে অভিনয় করেই শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন নিলয় আলমগীর।
উল্লেখ্য, অভিনেতা-পরিচালক মীর সাব্বির সরকারী অনুদানে নির্মাণের কাজ শেষ করেছেন তার প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’র কাজ। অন্যদিকে মৌসুমী হামিদ সর্বশেষ অভি মঈনুদ্দীন ও তারিকুল ইসলামের পরিচালনায় আরিফিন শুভ’র সঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘কেএসএমএল’ স্টিল’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।
Leave a Reply