১৯৬০ সালে ‘রাজধানীর বুকে’ ছবির জন্য কে. জি. মুস্তাফা লিখেছিলেন, ‘তোমারে লেগেছে এতো যে ভালো’ শিরোনামের একটি গান। যেটির সুর ও সংগীত করেছিলেন রবিন ঘোষ। তালাত মাহমুদের কণ্ঠে গানটি তখন আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল। নব্বইয়ের দশকে এসে ‘ঘায়েল’ ছবিতে পুনরায় গানটি ব্যবহার করা হয়। গেয়েছিলেন কনকচাঁপা ও আগুন। আলাউদ্দীন আলীর সংগীতায়োজনের গানটিও হয় জনপ্রিয়।
এবার শামীম আহমেদ রনি তাঁর নতুন ছবি ‘বাবাই’তে গানটি আবারও ব্যবহার করবেন। এবার সংগীতায়োজন করেছেন কলকাতার আয়ুশ দাস। এতে কণ্ঠ দেবেন ইমরান মাহমুদুল। শামীম আহমেদ রনি বলেন, ইমরান বেশ কয়েকটি রিমেক গান করে সফল হয়েছেন। তাই তাঁর প্রতি ভরসা রেখেছি। সামনের সপ্তাহে গানটি রেকর্ড করবেন ইমরান। ‘বাবাই’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। লকডাউন শেষ হলেই ছবির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।
Leave a Reply