সম্প্রতি নির্মিত হলো আলোচিত সিলেট আঞ্চলিক গান ‘আইলোরে নয়া দামান’ এর মিউজিক ভিডিও। দীব্যমনী কথা ও সুর করেছেন। সঙ্গীত আয়োজনে রেজুয়ান শেখ। গানটিতে কন্ঠ দিয়াছেন কামরুজ্জামান রাব্বি। মডেল হিসাবে ছিলেন কন্ঠশিল্পী রাব্বি, রনক জাহান রাকা, আদিবা, আজম মাটি, আনিসা খান ও আরো অরেকে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ফিদেল নঈম। গানটিতে কোরিওগ্রাফার হিসাবে ছিলেন গৌরব।
এ বহুল আলোচিত গানটি সংগীতার ব্যানারে প্রকাশ পাবে। পরিচালক ফিদেল নঈম বলেন, সিলেটের আলোচিত আঞ্চলিক গান ‘আইলোরে নয়া দামান’ পরুষ কন্ঠে এ প্রথম ভার্শন। মিউজিক ভিডিও চিত্রায়ন করা হয়েছে মোহাম্মদপুর বছিলার বিভিন্ন লোকেশনে। গানটিতে কোরিওগ্রাফি করেছেন গৌরব। গৌরব মিউজিক ভিডিও অনেক পরিশ্রম করেছে। আশা করছি দর্শক কাজটি দেখে হতাশ হবে না।
কোরিওগ্রাফার গৌরব বলেন, পরিচালক ফিদেল নঈমের সাথে আমার প্রথম কাজ। আলোচিত গানটি কোরিওগ্রাফি করতে পেরেছি পরিচালক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি কাজে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সবাই মিলে কাজটি করেছি। এখন দর্শকরা দেখে বিচার করবেন।
Leave a Reply