বাংলা চলচ্চিত্রের দর্শক জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি কিছুদিন আগেই স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ডিভোর্সের দুই বছর আগেই হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মাহিয়া মাহি। কিন্তু অপুর মন্তব্য ছিল, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ডিভোর্স এখনো হয়নি। গতকাল রাতের এক ফেসবুক স্ট্যাটাসে মাহি নতুন এক ইঙ্গিত দিলেন। স্ট্যাটাস থেকে ধারণা করা হচ্ছে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে থাকার প্রবল যে আকুতি ছিল তার।
মঙ্গলবার রাতে এক স্ট্যাটাসে সেই ইঙ্গিতই দিলেন এই অভিনেত্রী। এ নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, মুখে মুখে না হয় ১২ লক্ষবার ছেড়ে যাব বলেছিলাম, কিন্তু যেই খোদাকে তুমি বিশ্বাস করো, তার কাছে সিজদায় শেষ দিন পর্যন্ত একসাথে থাকার জন্য কত কোটি বার মাথা ঠুকেছিলাম সেটা বুঝতে কেনো পারলেনা? উল্লেখ্য, এই স্ট্যাটাসের সঙ্গে ম্যাজেন্টা কালারের শাড়ি পরা একটি ছবিও পোস্ট করেছেন মাহি। ছবি দেখে মনে হয় যেন চোখ বন্ধ করে সেসব দিনের কথাই মনে করছেন অভিনেত্রী মাহি।
Leave a Reply