জমজমাট প্রতিবেদন:
ক্রমশ নাটকে ব্যাস্ত হয়ে উঠছেন রুহী। পুরো নাম নুসরাত জান্নাত রুহী। এই ঈদেও তার অভিনীত অনেকগুলো নাটক প্রচার হবে বিভিন্ন চ্যানেল। এরমধ্যে অন্যতম রকি দ্যা গ্রেট। এটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ। নাটকটি প্রযোজনা করেছে দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট। ‘রকি দ্যা গ্রেট’
প্রচারিত হবে দীপ্ত টেলিভিশনে।
খুলনার মেয়ে রুহী অভিনয়ের পাশাপাশি বাফা’তে নাচের শিক্ষক। নিজেকে তৈরী করছে চলচ্চিত্রের জন্যে। এরই মাঝে চলচ্চিত্রের কাজ করার অফার পেলেও সে অপেক্ষায় আছে ভালো গল্প এবং নির্মাতার সাথে কাজ করার।
জমজমাটকে রুহী বলেন ‘নিজেকে ক্রমাগত তৈরী করেছি চলচ্চিত্রের জন্যেই। চ্যালেঞ্জিং চরিত্র পেলে সেরাটা দেয়ার আপ্রাণ চেষ্টা করবো। প্রত্যেক অভিনেত্রীর স্বপ্ন হলো চলচ্চিত্র। আমারও তা-ই।’
নাচ এবং অভিনয়, এই দুটোর মাঝে প্রিয় কোনটা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুটোতেই আমার সত্বা মিলেমিশে আছে। দুটোই ভীষণ আপন। তাছাড়া, অভিনয় করতে গেলে এক্সপ্রেশনটা দরকার। সেটা একজন নৃত্য শিল্পী হিসেবে আমাদের বাড়তি সুবিধা।’
করোনা আতঙ্কের এই সময়টায় কাজ করতে ভয় হয়েছে কিনা জানতে চাইলে রুহী বলেন, ভয় কেনো হবে। আমরা সবাই স্বাস্থ্য সচেতন থেকে কাজ করছি। স্রষ্টার দয়ায় আমাদেও কোনো সমস্যাই হচ্ছেনা।
তিনি বলেন, স্রষ্টার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করছি, তিনি যেনো পৃথিবীর মানুষকে করোনা থেকে মুক্তি দেন। আবার ফিরে আসুক শঙ্কাহীন সময়।
জমজমাটকে রুহী বলেন ‘নিজেকে ক্রমাগত তৈরী করেছি চলচ্চিত্রেরর জন্যেই। চ্যালেঞ্জিং চরিত্র পেলে সেরাটা দেয়ার আপ্রাণ চেষ্টা করবো। প্রত্যেক অভিনেত্রীর স্বপ্ন হলো চলচ্চিত্র। আমারও তা-ই।’
নাচ এবং অভিনয়, এই দুটোর মাঝে প্রিয় কোনটা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুটোতেই আমার সত্বা মিলেমিশে আছে। দুটোই ভীষণ আপন। তাছাড়া, অভিনয় করতে গেলে এক্সপ্রেশনটা দরকার। সেটা একজন নৃত্য শিল্পী হিসেবে আমাদের বাড়তি সুবিধা।’
করোনা আতঙ্কের এই সময়টায় কাজ করতে ভয় হয়েছে কিনা জানতে চাইলে রুহী বলেন, ভয় কেনো হবে। আমরা সবাই স্বাস্থ্য সচেতন থেকে কাজ করছি। স্রষ্টার দয়ায় আমাদেও কোনো সমস্যাই হচ্ছে না।
তিনি বলেন, স্রষ্টার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করছি, তিনি যেনো পৃথিবীর মানুষকে করোনা থেকে মুক্তি দেন। আবার ফিরে আসুক শঙ্কাহীন সময়।
Leave a Reply