সম্প্রতি নির্মিত হলো ফেয়ার এন্ড লেডি একটিভ কালার মেহেদীর বিজ্ঞাপনচিত্র। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তরুন নির্মাতা আকতারুল আলম তিনু। বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন বগুড়ার বিভিন্ন থিয়েটার অভিনেত্রী ও নৃত্যশিল্পী। যাদের মধ্যে অন্যতম ফারহা রহমান স্মৃতি, মোমতারিন মেরি, মিষ্টি পরী, নিয়তি জাহান, আলো আকতার, জেনিফার আকতার সুমি, মৌসুমী, তানিয়া, তানিশা ও মনিষা। বগুড়ায় ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট মম ইন-এর মনোরোম লোকেশনে চিত্রায়িত বিজ্ঞাপনচিত্রের কোরিওগ্রাফি করেছেন মাহমুদুল ইসলাম অলি।
ফেয়ার এন্ড লেডি একটিভ কালার কোন মেহেদীর বিজ্ঞাপনচিত্রটির সিনেমাটোগ্রাফি করেছেন জুলকার আহমদ সায়েম। পরিচালনার পাশাপাশি এডিট, কালার গ্রেডিং ও এনিমেশনের কাজটি করেছেন আকতারুল আলম তিনু নিজেই। প্রধান সহকারী পরিচালক ছিলেন সারিব হাসান এবং সহকারী পরিচালক ছিলেন মাসুদ রানা ও প্রিন্স রবিন। টীম কো-অর্ডিনেট করেছেন মতিউর রহমান। বিজ্ঞাপনটির দিক নির্দেশনা দিয়েছেন কলিন্স কসমেটিকস এর কর্নধার আব্দুল মমিন কলিন্স। বিগ বাজেটে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রটি আগামী ঈদকে সামনে রেখে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
Leave a Reply