বর্তমান সময়ে চলমান প্রচলিত বেশিরভাগ অভিনয় শিল্পীদের শিডিউল পাওয়া নিয়ে বিস্তর অভিযোগ যা আমরা সবাই অবগত! এরমাঝে ব্যক্তিগত সুসম্পর্ক দ্বারা কিংবা কিছুটা তেলবাজি করে অনেকেই শিডিউল নিতে পারছেন আর বেশির ভাগই পারছেন না। নতুন কিংবা একটু কম ফোকাসড নির্মাতাদের পক্ষে শিডিউল পাওয়া যেন সোনার হরিন! আর আকাশ ছোয়া পারিশ্রমিকের লাগাম টেনে ধরবার ক্ষমতা অনেক আগেই সংগঠন হারিয়ে ফেলেছে বলে মনে হয়।
যে অভিনয় শিল্পীদের পারিশ্রমিক কম কিংবা শিডিউল পাওয়া যায় তাদের আবার বাজারে বিকোয় কম কিংবা ইউটিউবে খায়না বলে নির্মাণ খরচের চেয়েও দাম কম দেয়া হয়। আসলে এই সমস্যাটা কি, কেন কিভাবে তার সঠিক ব্যাখা কিংবা পোস্টমর্টেম আজও ধোঁয়াশা। অনিয়ন্ত্রিত একটা ইন্ডাস্ট্রি চলছে তেলবাজি করে। নির্বাচনের আগে শুনেছিলাম গিল্ডের নিজস্ব একটা চাংক থাকবে।
বর্তমান কমিটি আগের চেয়ে অনেক শক্তিশালী এবং দ্বায়িত্বশীল বলেই মনে হচ্ছে আর তাই কথাগুলো শেয়ার করলাম। এগুলো অভিযোগ নয় প্রাকটিক্যাল অভিজ্ঞতা। কেবল আমার নয়, কান পাতলে হাজারো গসিব আশপাশে। দয়াকরে কাজের সমন্বয় সাধন চাই, আমরা সরকারী কোন অনুদান কিংবা প্রণোদনা চাই না।
লেখক: নাট্যনির্মাতা
Leave a Reply