সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
Uncategorized

‘অন্তর্জাল’-এ চুক্তিবদ্ধ সিয়াম

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

পরিচালক দীপংকর দীপন নির্মাণ করতে যাচ্ছেন সাইবার দুনিয়ার যুদ্ধ ও হ্যাকাথন নিয়ে ‘অন্তর্জাল’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন এ প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ—এ খবর অনেক আগেই জানা গেছিলো। তবে এতদিন এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও এবার প্রযোজনা সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো সিয়ামের অভিনয় করার খবরটি। এতে সিয়ামকে একজন কম্পিউটার প্রোগ্রামার হিসেবে দেখা যাবে। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

গত ৭ জুন সন্ধ্যায় মোশন পিপল স্টুডিওর অফিসে সিয়াম আহমেদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন ‘অন্তর্জাল’-এর প্রযোজক মোহাম্মদ আলী হায়দার ও সাদেকুল আরেফিন এবং সহ-প্রযোজক শাহ আমীর খসরু।‘অন্তর্জাল’-এর সিয়াম আহমেদ অভিনীত চরিত্রের নাম লুমিন। রাজশাহীর আইটি জিনিয়াস লুমিন চাকরির জন্য সিভি নিয়ে অন্যের কাছে না ঘুরে নিজেই স্টার্টআপ বানিয়ে অন্যদের চাকরি দেয়ায় বিশ্বাস করে ।

পরিচালক দীপন জানালেন, লুমিন তথা সিয়ামের চরিত্রটি সরল নয়, একটু জটিল মনস্তত্বের। এই ছবির প্রতিটি চরিত্র বাস্তবের কোন না কোন চরিত্র অবলম্বনে তৈরি। সিয়াম ছাড়া ছবিটির অন্যান্য চরিত্রের শিল্পীদের নাম খুব শিগগিরই জানানো হবে। ছবিটি নিয়ে আইসিটি ডিভিশনের সঙ্গে দীপংকর দীপনের যাত্রা ২০১৯ সাল থেকে।

এর কাহিনি ও চিত্রনাট্য প্রসঙ্গে দীপন বলেন, ছবিটিতে আমরা খুব জটিল টেকনিক্যাল বিষয়গুলো সহজভাবে তুলে ধরা এবং সাইবার ব্যবহারে সচেতনতা বাড়ানোর জন্য খুব সাবধানে চিত্রনাট্য সাজিয়েছি। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে আমার সাথে আশা জাহিদ এবং সাইফুল্লাহ রিয়াদ কাজ করছে। দিনের পর দিন যশোর শেখ হাসিনা সফ্টওয়ার টেকনোলিজি পার্কে থেকে আমরা চিত্রনাট্য লিখেছি।

দীপন জানালেন, ২৪ জুন থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির প্রথম পর্বের শুটিং আরম্ভ হতে যাচ্ছে। গল্পের প্রয়োজনে দেশের বাইরেও চলচ্চিত্রটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ করা হবে। তবে কোভিড পরিস্থিতির কারণে এখনই বলা যাচ্ছে না কোন দেশে শুটিং হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ