কর্নিয়া ও শেখ সাদীর দ্বৈত গান ‘ইচ্ছে হলে’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। গানটি কর্নিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হলো। গান প্রসঙ্গে কর্নিয়া জানান, আমার চ্যানেল থেকে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে নতুন নতুন গান। সেই ধারাবাহিকতায় প্রকাশ করলাম ‘ইচ্ছে হলে’। আশা করছি গানটি ভালো লাগবে শ্রোতাদের।
শেখ সাদী বলেন, কর্নিয়া আপুর সঙ্গে এই প্রথম দ্বৈত কণ্ঠ দিলাম। গানটি আমার ভীষণ পছন্দের। আশা করছি আমার ভক্ত-শ্রোতারাও গানটি পছন্দ করবেন। উল্লেখ্য, কর্নিয়ার ইউটিউব চ্যানেল থেকে ঈদেও প্রকাশ হবে বেশ কয়েকটি গান। কয়েকটি গানের কাজ প্রায় শেষের দিকে বলে জানান এই কণ্ঠশিল্পী।
Leave a Reply