জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস পালন করা হয়। বছরের এই একটি দিনকে প্রিয় সন্তানেরা আলাদা করে বেছে নিয়েছেন। এবারের বাবা দিবস পালন করা হবে ২০ জুন। কোনো উপহারই হতে পারে না বাবার ভালোবাসার মর্যাদার সমান। তবু দিনটিকে উদ্যাপন আর স্মরণীয় করে রাখতে অনেক সন্তানই বাবাকে দিয়ে থাকেন বিশেষ কিছু। বাবা দিবসে হতে পারে এমনই সেরা কিছু উপহার। এবার এই চমৎকার দিনেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ পেলান বিশেষ একটি উপহার। তিনি হলেন কন্যা সন্তানের বাবা ।
রবিবার (২০জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় মাগুরার পিয়ারলেস মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতালে ডাক্তার তপন কুমার রায় তাকে অস্ত্রোপচারের মাধ্যমে তার স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেন। মা ও শিশু দুজনই সুস্থ আছেন বলে জানাগেছে। সাব্বির আহমেদ জানান, আল্লাহর কাছে শুকরিয়া তিনি আমাকে একটি সন্তান দিয়েছেন। বর্তমানে আমার স্ত্রী ও কন্যা দুজনই সুস্থ আছে। তাদের জন্য সকলের কাছে দোয়া কামনা করি। উল্লেখ্য, গত বছরের ২০ আগস্ট সাব্বির আহমেদ ও নাসরুমা নাসির বীথির বিয়ে হয়েছিলো।
Leave a Reply