সম্প্রতি তিলোত্তমা মিডিয়া ইউটিউব চ্যানেল শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিলোত্তমা মিডিয়ার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দুলাল ও পরিচালক এস,কে শুভ অভিনেতা তানভীর, আহমেদ সাজু, হান্নান শেলী চিত্রনায়িকা মৌমিতা মৌ সহ আরও অনেকে। এ চ্যানেলের মাধ্যমে অনেক অভিনয় শিল্পীর রুটি রুজির ব্যবস্থা করে দিতে পারে।
পরিচালক এস কে শুভ বলেন, তিলোত্তমা মিডিয়া ইউটিউব চ্যানেলের যাত্রা শুভ হোক।এই চ্যানেল থেকে ভালো ভালো দর্শকদের উপহার দিক এই প্রত্যাশা করি। অভিনেতা আহমেদ সাজু বলেন, দেশে প্রফেশনাল অনেক ইউটিউব চ্যানেল হওয়া দরকার যারা ব্যবসায়িক উদ্দেশ্যে চ্যানেল পরিচালনা করবে। যেখানে প্রফিট নাই সেই সেক্টর বেশি দিন টিকে থাকে না।
আসা করছি তিলোত্তমা মিডিয়া ব্যবসায় সফল প্রোডাকশন দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এই মাসেই বেশ কয়েকটি নাটক আপলোড করা হবে। সামনে মাসেও শুটিং এর ব্যাপক আয়োজন করা হয়েছে। ব্যাপক পরিসরে চ্যানেলের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply