বাংলাদেশের নাটক-সিনেমার একজন দর্শকনন্দিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ভিন্ন ঘরানার গল্পে এবং ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে জ্যোতি নিজের আলাদা একটি অবস্থান সৃষ্টি করতে পেরেছেন। অন্যদিকে হোমায়রা হিমু, মঞ্চ থেকে উঠে আসা একজন দর্শকপ্রিয় অভিনেত্রী। গেলো বছর মা মারা যাবার পর অনেকটাই ভেঙ্গে পড়েন তিনি। তারপরও নিজেকে স্বাভাবিক রাখতে অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। গল্প এবং চরিত্র ভালো না লাগায় দীর্ঘ চার বছর জ্যোতিকা জ্যোতিকে নতুন কোন ধারাবাহিক নাটকে অভিনয়ে দেখা যায়নি।
চার বছর পর জ্যোতিকা জ্যোতি বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় ও পিয়ার মোহাম্মদের রচনায় ধারাবাহিক নাটক ‘গিনিজ বুকে নাম’ নাটকে দেখা যাবে। এই নাটকে জরিনা চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি। অন্যদিকে মর্জিনা চরিত্রে অভিনয় করেছেন হোমায়রা হিমু। মূলত নাটকে জ্যোতি ও হিমু সতীনের চরিত্রে অভিনয় করেছেন। এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলে একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারনের কাজ শুরু হয়েছে। নাটকে তাদের আরো দুই সতীনের চরিত্রে অভিনয় করেছেন দু’জন নবাগত অভিনেত্রী। তাদের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বড় দা মিঠু অর্থ মাহমুদুল ইসলাম মিঠু।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন,‘ প্রায় চার বছর পর ধারাবাহিকে অভিনয় করেছি। কাজের মান আর সা তিক সময়ে ব্যাবসায়িক কাজে ব্যস্ততা, তাই শুধুমাত্র টাকার জন্য অভিনয় করতে মন চায়না। মেজাজ বিগড়ে যায়। এই ধারাবাহিকের গল্প, চরিত্র সব ঠিকঠাক লেগেছে এবং শুটিং একটানা শেষ হয়ে যাবে তাই রাজি হয়েছিলাম। আবার ধারাবাহিকটি বিটিভি তে প্রচার হবে সেটাও একটা বড় কারণ। দেশের আনাচে কানাচে পর্যন্ত অর্থাৎ দর্শকদের বাড়িতে বাড়িতে পৌঁছ যাবে এই ধারাবাহিকের মাধ্যমে।’
হোমায়রা হিমু বলেন,‘ জ্যোতি আর আমার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। জ্যোতি নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রীও বটে। দীর্ঘদিন পর আমরা একসঙ্গে অভিনয় করেছি। সময়টা আমাদের খুউব ভালো কেটেছে। যেহেতু দুজন সতীনের চরিত্রে অভিনয় করেছি। তাই বেশ মজার মধ্যদিয়েই আমরা শুটিং করেছি। আশা করছি নাটকটি দর্শকের কাছে অনেক গ্রহণযোগ্যতা পাবে।’ আগামী ৭ জুলাই থেকে বাংলাদেশ টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হবে।
এদিকে জ্যোতিকা জ্যোতি ব্যস্ত রয়েছেন তার ব্যসায়িক প্রতিষ্ঠান ‘খনা অর্গানিক’র নিয়ে। ‘লাক্স আনন্দধারা’ ফটোসুন্দরী প্রতিযোগিতার মধ্যদিয়ে মিডিয়াতে জ্যোতির যাত্রা শুরু। তার প্রথম সিনেমা নায়িকা কবরী পরিচালিত ‘আয়না’। এদিকে হোমায়রা হিমু ব্যস্ত আছেন ‘বাকের খনি’,‘ চাপাবাজ’,‘ বউ বিরোধ’,‘ নানান রঙ্গের মানুষেরা’ ও ‘গোলমাল’ ধারাবাহিকের কাজ নিয়ে।
Leave a Reply