ফের জুটি হয়ে অভিনয় করলেন অভিনেতা মোশাররফ করিম ও গুণী অভিনেত্রী তারিন জাহান। ‘অনাত্মীয় দম্পতি’ শিরোনামের নাটকটি রচনা ও চিত্রনাট্য করেছেন সোহেল হাসান। এরই মধ্যে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
মোশাররফ করিম বলেন, এ নাটকের গল্প সব দম্পতির গল্প। এটি সম্পর্কের মধ্যে গড়ে ওঠা দোষ চিহ্নিত করে, সম্পর্কের নার্সিং করে। আমার ভীষণ পছন্দ হয়েছে। এ জন্য অভিনয় করেও বেশ তৃপ্তি পেয়েছি। আমি বিশ্বাস করি, এ নাটক দেখার পর কেউ কেউ তার জীবন নিয়ে ভাববেন এবং অনেকেই সমস্যার সমাধানও খুঁজে পাবেন। তারিনের সঙ্গে কাজ করাটা বরাবরই আনন্দময়।
তারিন বলেন, এটি স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েনের গল্প। গল্প ভালো না হলে কাজ করে আনন্দ পাওয়া যায় না। অভিনেতা হিসাবে মোশাররফ ভাইয়ের কথা নতুন করে বলার কিছু নেই। পুরো কাজের চাপটা ছিল আমাদের দু’জনের ওপর, তাই শেষদিন আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। নাটকটি আগামী কুরবানির ঈদে এনটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।
Leave a Reply