চিত্রনায়িকা সিলভি আজমী চাদনী আজ ৭ জুলাই বগুড়ার একটি হাসপাতাল সকাল ১০.৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি আমাদের নিশ্চিত করেন প্রজোযক ও পরিচালক বিপ্লব শরিফ। তিনি জানান, অনেক দিন ধরে আয়োডিন ও থাইরয়েড চিকিৎসা নিচ্ছিলেন। আমার তত্ববধানে ঢাকার হেলথ কেয়ারেও ভর্তি ছিলেন অনেকদিন। অবশেষে তিনি আজ সকালে ইন্তেকাল করেন।
২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন সিলভি আজমী চাঁদনী। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়েছিল শাহাদত হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ ছবিতে নায়ক শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। ২০১০ সালে যেমন জামাই তেমন বউ চলচ্চিত্রে ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন সিলভী। এছাড়াও তিনি নাজিমুদ্দিন চেয়ারম্যানের ঘরে ছয় টা ছবি এবং মান্নান গাজীপুরির একটা ছবি করেছিলেন। এদিকে নিরবের সাথে জুটি হয়ে ‘রাঙা মন’ নামের একটি ছবি করেছিলেন।
Leave a Reply