রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
Uncategorized

ঈদে একসঙ্গে লিজা ও ইউসুফ

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

ঈদ উপলক্ষ্যে নির্মিত নতুন একটি গানে সম্প্রতি একসঙ্গে কণ্ঠ দিলেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী লিজা ও ইউসুফ আহমেদ খান। গানের শিরোনাম ‘গোলাপের পাঁপড়িতে দুটি হাত’। এটি লিখেছেন মুনশী ওয়াদুদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন শেখ সাদী খান। গানটির মূল শিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা। লিজা ও ইউসুফ নতুন সংগীতায়োজনে এটি কাভার করেছেন। এ গানের মাধ্যমে প্রথমবার এ দুই শিল্পী একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিলেন। আগামী ঈদে এটি বিটিভির একটি অনুষ্ঠানে প্রচার হবে।

এ গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘ইউসুফের কণ্ঠ আমার কাছে সব সময় পরিণত মনে হয়েছে। নিজেকে সমৃদ্ধ করতেই আমি শেখ সাদী স্যারের সুর করা গান গাই। এ গানটি খুব বেশি প্রচলিত নয়, তবে এক কথায় অসাধারণ।’

ইউসুফ বলেন, ‘এমন একটি গানের সঙ্গে আমাকে সম্পৃক্ত রাখার জন্য সাদী স্যারের প্রতি কৃতজ্ঞ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ