অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায় নাম লিখিয়েছেন গোলাম ফরিদা ছন্দা। অনলাইনে তিনি ‘রূপসী নন্দিনী’ নামে একটি অনলাইন ব্যবসা শুরু করেছেন। গত বছর কুরবানির ঈদের সময় অনলাইনে মূলত টাঙ্গাইলের তাঁতের শাড়িকেন্দ্রিক এ ব্যবসা শুরু করেন। মাঝে বন্ধ থাকলেও এবার সেটিই গুছিয়ে নতুন আয়োজনে সাজাচ্ছেন।
এ প্রসঙ্গে ছন্দা বলেন, ‘গত বছর করোনায় লকডাউনে ঘরে বসে কোনো কিছুই যখন করার ছিল না, তখনই মূলত আমি অনলাইন বিজনেস চালু করি। শুরু থেকেই বেশ সাড়া পেয়েছি। কিন্তু কিছুদিন পর আবার অভিনয়ের কাজ শুরু হওয়ায় অনলাইনে যতটুকু সময় দেওয়া দরকার, তা দিতে পারিনি। ফলে আমি তৃপ্ত হতে পারিনি। এখন আবার লকডাউন চলছে। আবার যেসব কাজ একদম ঘরের মধ্যে হচ্ছে সেসব কাজে সময় দিচ্ছি। অভিনয় এবং ব্যবসা দুটিই সমানতালে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
Leave a Reply