প্রতি বছর নিজের জন্মদিনটি বাবা-মাকে সঙ্গে নিয়েই উদযাপন করেন রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়। কিন্তু এবার সেটি আর করতে পারছেন না। গত বছর তার বাবা কমল রায় পৃথিবী ছেড়ে চলে গেছেন। আজ অণিমার জন্মদিন। তাই এবারের দিনটি বাবাকে ছাড়াই তাকে কাটাতে হচ্ছে। এ কারণে বিশেষ দিনটাকে মন খারাপের দিন বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে অণিমা বলেন, ‘গেল বছর খুব গর্ব নিয়ে বলেছিলাম আমার বাবা-মা আছেন, এটাই আমার পূর্ণতা। কিন্তু আমার গর্বটা যেন চূর্ণবিচূর্ণ হয়ে গেল। এটি তো আসলে ঈশ্বরের বিধান। কী-ই বা করার আছে আমাদের। তারপরও আমার যা আছে, তা নিয়েই আমি এখন পরিপূর্ণ থাকতে চাই। আমার মা আছেন, সন্তান আছে, স্বামী আছে। আছে আমার গানের ভক্ত শ্রোতা, আমার ছাত্রছাত্রী, আমার বিশ্ববিদ্যালয়, আমার সুর বিহার। সব মিলিয়েই এখন ভালো থাকাটা জরুরি। তাই জন্মদিনে যেন ভালো থাকতে পারি-এটাই প্রার্থনা। সবার কাছে আশীর্বাদ চাই।’
এদিকে সর্বশেষ ভালোবাসা দিবসে ইউটিউবে তার কণ্ঠে ‘বঁধু নিদ নাহি আঁখি পাতে’ শিরোনামে একটি গান প্রকাশ হয়। গানটি লিখেছেন ও সুর করেছেন অতুল প্রাসাদ সেন। সংগীতায়োজন করেছেন প্রত্যুষ ব্যানার্জি।
Leave a Reply