ইউটিউবে মুক্তি পেল সৈয়দ অমির কণ্ঠে নতুন গান ‘মন ভাঙলো’। গানটির কথা লিখেছেন জান্নাতারা ফেরদৌস মিলা এবং সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন রিয়েল আশিকের। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সৈয়দ অমি, অন্তরা, অর্ক ও শিশীর। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অন্তর হাসান।
গানটি প্রসঙ্গে সৈয়দ অমি বলেন, গানটি আমার অনেক পছন্দের। গানের সঙ্গে মিল রেখে আমি অসাধারণ একটি গল্প তৈরি করেছি। আশা করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। মিউজিক ভিডিওটি ১০ জুলাই শনিবার টি আর মিউজিক স্টেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
Leave a Reply