ঈদের একটি নাটকে একসঙ্গে অভিনয় করলেন মিশু সাব্বির ও তানহা তাসনিয়া ইসলাম। প্রথমবার এ দুই শিল্পী জুটি হলেন। নাটকের নাম ‘টুয়েন্টি ফোর আওয়ার্স’। এটি লিখেছেন জিয়াউদ্দিন রাজু ও পরিচালনা করেছেন সাইদুর ইমন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।
মিশু সাব্বির বলেন, আমরা কাজটা ভীষণ উপভোগ করেছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে। তানহা তাসনিয়া বলেন, মিশু সাব্বির নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। আমাকে প্রথম থেকেই ভীষণ সহযোগিতা করেছে। সবাই মিলে ভীষণ আনন্দের মধ্য দিয়ে আমরা কাজটি করেছি। জানাগেছে, ঈদুল আযহাতে একটি স্যাটেলাইট চ্যানেল ও একটি ইউটিউবে নাটকটি প্রচার হবে।
Leave a Reply