সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে অনলাইন প্লাটফর্ম মিউজিক্যাল ফ্লাটফর্ম তেমনি বর্তমান সময়ের সাথে তালমিলিয়ে এগিয়ে যাচ্ছে ইউটিউব চ্যানেল কিং মাল্টিমিডিয়া। দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় মহামারী করোনার মধ্যে বিনোদন প্রেমীদের আনন্দ ও বিনোদন দিতে একদিনে কিং মাল্টি মিডিয়ার ব্যানারে শুভ মহরত করেন,একটি মিউজিক ভিডিও ও দুইটি মিউজিকাল ফিল্ম।
’লক্ষী সোনা জান’ মিউজিক ভিডিও টি’কে ঘিরে আশা প্রত্যাশা কথা জানিয়েছেন কিং মাল্টিমিডিয়ার সিইও, সোহাগ কিং তিনি বলেন, আপনারা ভালো ভিডিও ভাইরাল করুন খারাপ ভিডিও নয়।ভালোর পক্ষে থাকুন, ভালো কাজের সাপোর্ট করুন । যাতে করে ডিরেক্টর পরিচালক কোরিওগ্রাফার বৃন্দ আপনাদের আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে ও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবে।’লক্ষী সোনা জান’ গানটির সংগীত শিল্পী হলেন,প্রমীত কুমার, ডিরেক্টর রাজ কামাল, মডেল হয়েছেন, সবুজ আশরাফ সুফতো ও সিনহা নুর ।
আগামী ২০ জুলাই কিং মাল্টিমিডিয়ার ব্যানারে মিউজিক ভিডিও টি রিলিজ করা হবে, ও বাকী মিউজিক্যাল ফিল্ম গুলো পর্যায় ক্রমে রিলিজ দেওয়া হবে বলেও জানিয়েছেন কিং মাল্টিমিডিয়ার সিইও সোহাগ কিং।
Leave a Reply