ঈদের জন্য নির্মিত একটি নাটকে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করেছেন মায়মুনা। নাটকের নাম ‘ডার্কলি রোস্টেড কফি’। এটি রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। এ নাটকে চঞ্চল চৌধুরীর সাবেক প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন মায়মুনা।
নাটকে অভিনয় প্রসঙ্গে চঞ্চল বলেন, ঈদের জন্য নির্মিত বেশ কয়েকটি নাটকে এরই মধ্যে অভিনয় করেছি। সব নাটকের গল্পই আমার পছন্দের। এ নাটকটিও তেমন। মায়মুনা ভালো অভিনয় করেছেন। আশা করছি, আমাদের অভিনয় রসায়ন দর্শকের ভালো লাগবে।
মায়মুনা বলেন, চঞ্চল দাদার সঙ্গে এর আগেও কাজ করেছি। এ নাটকের গল্পও বেশ সুন্দর। নাটকটি আগামী ঈদে এনটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।
এদিকে আজ মায়মুনার জন্মদিন। তবে করোনার কারণে দিনটিতে কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply