দেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন রূপ আর সৌন্দর্যের গুণে খুব স্বল্প সময়ের মধ্যেই শোবিজ অঙ্গনে সবার নজর কেড়ে নিয়েছেন ছোট পর্দার প্রিয়মুখ নোভা ফিরোজ। বর্তামানে নিয়মিত আগের মতো কাজ করেন না। তবে দর্শকের কাছে ফুরিয়ে যায়নি তার আবেদন। নোভার ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে তারপর দীর্ঘদিন টিভিসি ও নাটক-টেলিফিল্মে নিয়মিত কাজ করেছেন।একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে।তিনি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন।
নোভা ‘মৃদা বনাম মৃধা’ সিনেমাতে প্রথমবারের মত অভিনয় করেছেন। এতে তার সহশিল্পী চিত্রনায়ক সিয়াম আহমেদ। বিজ্ঞাপন নির্মাতা রনি ভৌমিক পারিবারিক ড্রামাভিত্তিক এ সিনেমাটি পরিচালনা করছেন।
মডেল ও অভিনেত্রী নোভা বলেন, ‘আমি যখন নিয়মিত ছোট পর্দায় কাজ করতাম তখনও চলচ্চিত্রে অভিনয়ের বেশ প্রস্তাব আসতো । তবে ব্যাটে বলে মিলেনি বলে করা হয়নি। অবশেষে ‘মৃদা বনাম মৃধা’ সিনেমার চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে রাজি হলাম।সিনেমার কাজ বেশ ভালোভাবেই চলছে। এখন নিজেকে নতুন ভাবে বড় পর্দায় দেখার অপেক্ষায় আছি। আশা করছি, দর্শক ভালো কিছু পাবে।
নোভা আরো বলেন, সিনেমাটিতে ওঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য্য,সম্পর্কের অবক্ষয় গুরুত্বপূর্ণ সামাজিক প্রেক্ষাপটে একটি গল্প দেখানো হবে। এরই মধ্যে সিনেমাটির ৮০ ভাগ দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। জানা গেছে, চলতি বছরের শেষের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা। টোস্টার প্রোডাকশন প্রযোজিত এ সিনেমাতে আরো রয়েছেন তারিক আনাম খান, সানজীদা প্রীতি প্রমুখ।
মডেল ও অভিনেত্রী নোভার ২০০৫ সালে প্রাণ ডালের একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে মিডিয়ায় অভিষেক ঘটে । তিনি ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় বিজয়ী হন ২০০৬ সালে । একে একে উপহার দিয়েছেন দর্শকপ্রিয় বেশ কিছু নাটক।এরপর নোভাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
Leave a Reply