বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন
Uncategorized

চলচ্চিত্রে নোংরা পলিটিক্স থাকা উচিত নয়: মিম

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

রুহুল আমিন ভূঁইয়া

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম। এরইমধ্যে বেশকিছু সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। ঢাকাই চলচ্চিত্রের পাশাপাশি কলকাতায়ও তিনি বেশ পরিচিত। এপার বাংলার শীর্ষ তারকা শাকিব খানের পাশাপাশি ওপার বাংলার জনপ্রিয় হিরো জিতের বিপরীতেও কাজ করেছেন তিনি। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ২০০৮ সালে ‘আমার আছে জল’ ছবিতে দারুণ অভিনয় করার পর থেকেই আলোচনায় উঠে আসেন বিদ্যা সিনহা মিম। এরপর এ অভিনেত্রী বাণিজ্যিক ছবির নায়িকা হয়ে আরও সফলতা পান। পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ নামের ছবিতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ২০০৯ সালে ছবিটি মুক্তি পাওয়ার পরই মিমের লিপে ‘কি জাদু করেছো বলো না’ শিরোনামের গানটি বাংলা ছবির দর্শকদের মুখে মুখে ছিল।

ফলে পেছনে আর তাকাতে হয়নি তাকে। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে দারুণ সব কাজ দর্শকদের উপহার দিয়ে আসছেন তিনি। এরইমধ্যে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মুক্তির অপেক্ষায় আছে মিম অভিনীত চলচ্চিত্র ‘পরাণ’। ছবিটি নিয়ে জমজমাটকে মিম বলেন, ‘এ ছবির গল্পটা এক কথায় অসাধারণ। আমি একজন কলেজছাত্রীর ভূমিকায় অভিনয় করেছি। একটা মফস্বল শহরের মিষ্টি প্রেমের গল্পের ছবি এটি। যদিও শেষ পর্যন্ত প্রেমে আসে বিষাদ। তবে সিনেমার কাহিনীটি সত্যিই মনে লাগার মতো। আমার বিশ্বাস ছবিটি দর্শকপ্রিয়তা পাবে। কারণ দর্শকের ভালোলাগার মতো গল্প যেমন আছে, আমরাও চেষ্টা করছি অভিনীত চরিত্রগুলো যথাযথভাবে ফুটিয়ে তুলতে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমলেই ছবিটি মুক্তি পাবে।’

মিম অভিনীত সবশেষ ‘সাপলুডু’ ছবিটি মুক্তি পায়। নির্মাণধীন রয়েছে মিম অভিনীত ইত্তেফাক চলচ্চিত্র। ভবিষ্যতে মিমকে চলচ্চিত্র প্রযোজনায় দেখা যাবে বলে জানান। মিম অনেক দিন যাবত ছোটপর্দায় অনিয়মিত। কারণ এখন তার ভাবনাজুড়ে শুধুই চলচ্চিত্র। চলচ্চিত্রে কাজ করতে গেলে অনেক সময় বিভিন্ন পলিটিক্সের স্বীকার হতে হয়। তাই মিমের কাছে জানতে চাই কখনো ফিল্ম পলিটিক্স এর স্বীকার হয়েছেন কি-না? জবাবে মিম বলেন; হ্যাঁ ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম তবে পলিটিক্স এর স্বীকার হয়ে শেষ পর্যন্ত ছবিটি আর করতে পারিনি। এ রকম আরও ছবি আছে পলিটিক্স এর কারণে করতে পারিনি। চলচ্চিত্রে এই নোংরা পলিটিক্স থাকা উচিত নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ