শনিবার (২৮ আগষ্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) নির্মাতা আদনান আল রাজীবের পরিচালনায় নতুন একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন। দীর্ঘদিনের শুটিং বিরতি শেষে কাজে ফিরলেন হালের চিত্রনায়ক আরিফিন শুভ।
জানা গেছে, ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য বডি ট্রান্সফরমেশনের সময় পাওয়া চোটের প্রভাবে তাকে দুই বছর ভুগতে হয়েছে। দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। টানা তিন সপ্তাহ নিতে হয়েছিল থেরাপি। বর্তমানে এই অভিনেতা সুস্থ আছেন। ফের ব্যস্ত হচ্ছেন কাজে।
এদিকে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে শুভর নতুন সিনেমা ‘নূর’র শুটিং। অভিনয়ের পাশাপাশি শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এই অভিনেতা।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’ নির্মাণাধীন রয়েছে। ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।
Leave a Reply