প্রকাশ পেলো ‘ফিরে এসো মা’ শিরোনামের একটি হৃদয়স্পর্শী গান। যার গীতিকথা এসেছে ইমতিয়াজ মেহেদী হাসানের কলম থেকে। রাজু মণ্ডলের কণ্ঠে গানটির সুরারোপ করেছেন এস এম সোহেল। সঙ্গীতায়োজনে ছিলেন এসডি সাগর।
গানটি নিয়ে রাজু মণ্ডল বলেন, মায়ের বিকল্প, কেবল মা। তাকে নিয়ে গান করতে পারাটাও ভাগ্যের ব্যাপার। তাই সুযোগটা পেয়ে হাতছাড়া করিনি। চোখে জল নিয়ে আসার মতো হৃদয়গ্রাহী গীতিকবিতায় গানটি আমি গেয়েছি। গাওয়ার চেষ্টা করেছি। সুর-সঙ্গীত উভয়ই ভালো হয়েছে। আশারাখি, গানটি আপনাদের নিরাশ করবে না।
গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, হাজার সমস্যার একটাই সমাধান, মা। অথচ সেই মা যদি অকালে দুনিয়া থেকে বিদায় নেয়, তখন সন্তানের মনে বয়ে চলে কালবৈশাখী ঝড়। সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়টি হারিয়ে সে হয়ে পড়ে দিশোহারা। তেমনই মুহুর্তের চিত্র শব্দশৈলী দিয়ে চেষ্টা করেছি ফুটিয়ে তোলার। হৃদয়গ্রাহী করে তোলার। এখন আপনাদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে।
সুরকার এস এম সোহেল বলেন, সারাক্ষণ আগলে রেখে যিনি সন্তানের ভালো কামনা করেন, তিনিই মা। তার আসলে কোন তুলনা হয় না। হঠাৎ তার মৃত্যুতে সন্তান হারায় তার পৃথিবীকে। সে তখন অথৈ দুঃখ সাগরে বসে করে স্মৃতি রোমন্থন। এমনই মুহুর্তের গল্প উঠে এসেছে ‘ফিরে এসো মা’ শিরোনামের গানে। গীতিকবির হৃদয়ছোঁয়া কথামালায় চেষ্টা করেছি সুরের মাধ্যমে বিষয়বস্তুটাকে প্রাণ দেয়ার। বাকীটা আপনারাই বলতে পারবেন।
লেখার পাশাপাশি গানটির ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন ইমতিয়াজ মেহেদী হাসান নিজেই। এতে অভিনয় করেছেন শাহেদ ও আজমান। দেশের খ্যাতনামা সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে সম্প্রতি গানটি প্রকাশিত হয়েছে।
Leave a Reply