ছোট পর্দার প্রিয়মুখ আসনা হাবিব ভাবনা। নাচ, উপস্থাপনা, মডেলিং ও অভিনয়ে অল্পসময়েই দর্শক মন জয় করেছেন তিনি। মুগ্ধতা ছড়িয়েছেন বড়পর্দায়ও। সম্প্রতি ভাবনা ‘মুখ আসমান’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নিতু চরিত্রে অভিনয় করেছেন। নির্মাণ করেছেন অনিমেষ আইচ। তবে চরিত্র প্রসঙ্গে এখনই কিছু বলতে নারাজ এ অভিনেত্রী।
ভাবনা বলেন, ‘নিজের জীবনকে তুচ্ছ করে যে নিতু দিন রাত কাজ করেছে, তাকে কেন্দ্র করেই এ গল্প। আমরা গত রোববার থেকে শুটিং করছি। আরো কয়েক দিন শুটিং চলবে। আমরা আসলে সুন্দর করে গল্পটি উপস্থাপন করতে চাই। কিছু দিনের মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অনলাইনে অবমুক্ত করা হবে ‘
Leave a Reply