ঈদ উপলক্ষে এরইমধ্যে প্রকাশিত হয়েছে জনপ্রিয় শিল্পীদের বেশ কিছু গানের মিউজিক ভিডিও। তাদের পাশাপাশি নবীন শিল্পীরাও গান প্রকাশ করছেন। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী রাশেদ রাজের ‘তুমি আমার কেউ’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। এটি লিখেছেন শরীফ আল দীন। সুর করেছেন নাজির মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। মডেল হয়েছেন সাফা কবির। এছাড়া আরো আছেন তামিম মৃধা ও খায়রুল বাসার। মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।
শিল্পী রাশেদ বলেন, ‘প্রথমবারের মতো মিউজিক ভিডিও নিয়ে দর্শকের সামনে এলাম। তবে আমি গানটি করার আগে কথা ও সুরকে প্রাধান্য দিয়েছি। গানটি শেষ করার পরেই কথা ও সুরের সঙ্গে সমন্বয় করে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি। এরইমধ্যে গানটির জন্য অনেকের প্রশংসা পেয়েছি।’
সুরকার নাজির মাহমুদ বলেন, ‘রাশেদ নতুন হলেও অনেক ভালো গান করে। তার গায়কীতে দারুণ আবেগ আছে। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতা পেলে সে অনেক দূর যাবে।’
Leave a Reply