দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুই বাংলাতেই রয়েছে তার সমান গ্রহণযোগ্যতা। ছবিও করছেন এখন এপার-ওপার মিলিয়ে। তার রূপ ও সৌন্দর্যের জন্য মাতিয়ে রেখেছেন ঢালিউড-টলিউডের বাজার। সর্বশেষ তাকে বাংলাদেশের ‘যদি একদিন’ সিনেমায় দেখা গেছে। মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিতে তিনি অভিনেতা ও সংগীতশিল্পী তাহসানের বিপরীতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।
আজ মিষ্টি মেয়ে শ্রাবন্তীর জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরই কেক কাটা, শুভেচ্ছা বিনিময় করেন। মজার বিষয় হচ্ছে স্বামী রোশন সিংহের জন্মদিনও আজ। আগামীকাল (১৪ তারিখ) একমাত্র ছেলে ঝিনুকের জন্মদিন। আগষ্ট মাসটি তার কাছে স্পেশাল। প্রতি বছর এই আগষ্টের অপেক্ষায় থাকেন তিনি। জানা গেছে, পরিবার ও কাছের মানুষদের সাথে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করছেন। প্রথম বছর এক সাথে জন্মদিন পালন করছেন তারা। স্বামীর কাছ থেকে স্পেশাল উপহারও পেয়েছেন। বর্তমানে তিনি কাজ করছেন বাংলাদেশের ‘বিক্ষোভ’ ছবিতে। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।
Leave a Reply