রুহুল আমিন ভূঁইয়া: দর্শকপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। তিনি একাধারে অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা। মৌটুসী মার্চের একুশ তারিখ থেকে ঘরবন্দি ছিলেন। সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ‘আগুন পাখি’ নামে একটি ডেইলি সোপ এর শূটিংয়ে। করোনার আগে এটি প্রচারের কথা থাকলেও মহামারী করোনার কারণে থমকে যায়। কারণ নতুন পর্বের শূটিং করা দরকার ছিল। স্বাস্থ্যবিধি মেনে অনেক আগিই শূটিং শুরু হয়েছে। এত দিন শূটিংয়ে অংশ নেননি তিনি। এমন কি দুই ঈদেও কোনো কাজ করেননি। তবে দীর্ঘ সাড়ে চার মাস পর বিরতি শেষে সরব হলেন। ‘আগুন পাখি’র মাধ্যমে শূটিংয়ে ফিরলেন তিনি।
মৌটুসী খন্ড নাটকের চেয়ে সিরিয়ালে বেশি অভিনয় করেন। খন্ড নাটকে কম কাজ করার কারণ হিসেবে বলেন, ‘খন্ড নাটক নারী অভিনয়শিল্পীদের বয়স ভিত্তিক প্রবণতা বেশি থাকে। খন্ড নাটকে মূলত তরুণ শিল্পীদের ভেবেই গল্প লেখা হয়। যার কারণে সেগুলো আমার সাথে যায় না বলেই কম কাজ করা হয়। এখন তরুণদের জোয়ার চলছে।’
তবে ধারাবাহিক নাটকে ধারাবাহিক না থাকার অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে মৌটুসী বলেন, ‘আমি বলব ধারাবাহিক নাটকের যখন গল্প হারিয়ে যায় তখন শুধু পর্ব নামানো হয়। এটি খুবই দুঃজনক। যেটা দীর্ঘদিন যাবত হচ্ছে। যখন একটি কাজ আকর্ষনীয় হয় তখন সেটি পুঁজি করে কাজ করা হয়। গল্পের চাহিদা থাকলেও তার ধারাবাহিকতা থাকে না। ধারাবাহিক শুরু হয় এক রকম শেষ হয় আরেক রকম। ধারাবাহিকে পাওয়ার ফুল গল্প নেই। অনেক গল্প সংকট। নাটকের বাজেটও একটি ফ্যাক্ট। তবে সীমাবদ্ধ বাজেটের মধ্যেও কাজ করা সম্ভব।’
দীর্ঘ ক্যারিয়ারে চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। তারপর আর নিয়মিত দেখা যায়নি। চলচ্চিত্রে অনিয়মিত হবার করাণ জানতে চাইলে হাস্যজ্জল এ অভিনেত্রী বলেন, ‘মনের মতো চরিত্র পাচ্ছি না বলেই অনিয়মিত। চলচ্চিত্র একটি ভালোবাসার জায়গা। করোনার আগে ছবির প্রস্তাব পেয়েছিলাম। তবে করোনার কারণে সব কিছু পিছিয়ে গেছে।’
সম্প্রতি লকডাউনে মৌটুসী অভিনীত দশ বছর আগের ‘ত্রিকোণমিতি’ নামের পুরানো একটি নাটক ভাইরাল হয়েছে। যেটা নিয়ে তার অভিজ্ঞতাও ভালো ছিল না। এমন কি কোথায় প্রচার হয়েছে জানেন না তিনি। বেশ কয়েকজন ভাইরাল ক্লিপটি পাঠালে প্রথমে দেখে কিছুটা বিরক্তও হয়েছিলেন। পরে দেখেন নাটকটি এই সময়ে এসে অনন্য রেকর্ড করেছে। কিছুটাও হলেও তখন মৌটুসীর মনে বরফ গলে।
Leave a Reply