আজ রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে একক নাটক ‘টু ইডিয়ট’। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। এন আর মিডিয়া প্রযোজিত নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, সাব্বির আহমেদ, তমাল মাহবুব, সানজিদা ইসলাম আনিকা প্রমুখ।
গল্পে দেখা যাবে, রাশেদ ও রাকিব খুবই বোকা প্রকৃতির। দুজনেই গ্রাম থেকে টু’রে আসছে ঢাকায়। ঢাকায় এসেও ঘটায় নানা ঘটনা। এদিকে দেখা যায়, ঢাকায় আজমত খান একটি নাটকের শুটিং করছে ইউনিট নিয়ে। সেই নাটকে নায়িকাদের দুজন যুবকের সাথে বিয়ে হবে। আজমত খান তার সহকারী পরিচালক রকেটকে পাঠায় দুজন যুবককে ধরে আনতে। রকেট দুজন যুবক খুজতে লাগে। ভাগ্যবশত দেখা হয়ে যায় এই দুই বোকার সাথে। রকেট রাশেদ ও রাকিবকে নিয়ে যায়। রাশেদ ও রাকিবকে দেখে ডিরেক্টর আজমত খান বলেন নাটকে নায়িকাদের সাথে তোমাদের বিয়ে হবে। রাকিব ও রাশেদ ভয় পায়। তারা দুজন যুক্তি করে বলে নাটকের বিয়ে দেওয়ার কথা বলে যদি সত্যি সত্যি বিয়ে দেয়। এভাবেই নাটকটির গল্প এগিয়ে যাবে।
Leave a Reply