থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক অঞ্জন আইচ। ‘আগামীকাল’ শিরোনামের এই চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী জাকিয়া বারী মম। এর আগে ইমন-মম ২০০৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে কাজ করেন। যদিও এই ছবিতে পরস্পরের বিপরীতে ছিলেন না। নাটকে জুটি হলেও চলচ্চিত্রে এই প্রথমবার তারা জুটি বেঁধেছেন।
ছবির গল্প সম্পর্কে অঞ্জন আইচ বলেন, ‘ঘটনাক্রমে ইমনের সঙ্গে দেখা হয় মমর। পরিচয় থেকে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়, সেখান থেকে প্রেম। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ান মমর আশ্রয়দানকারী মা। কারণ তিনি নিজের মেয়ের বিয়ে ঠিক করেন ইমনের সঙ্গে। এমন নানা ঘটনার মধ্য দিয়ে ছবির গল্প এগিয়ে যাবে।’
মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় ছবিটি গেল মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে থমকে যায়। পরিচালক অঞ্জন আইচ জানিয়েছেন, ‘ছবিটি মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। গত মার্চে মুক্তির পরিকল্পনা ছিল তবে করোনার কারণে সিনেমা হল অনিদিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায়। যার কারণে বর্তমানে আমরা হল খোলার অপেক্ষায় আছি। সিনেমা হল খুললেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’
ছবিতে ইমন, মম ছাড়াও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, তারিক স্বপন প্রমুখ।
Leave a Reply