লাইভ টেকনোলজিসের লাইভ রেডিও অনুষ্ঠান লাইভ রেডিও’র এক ঘণ্টা। এই আয়োজনে উপস্থাপক হিসেবে রয়েছেন চিত্রনায়ক নিরব-ইমন। ঈদের দিন চিত্রনায়ক শাকিব খানকে সঙ্গে নিয়ে যাত্রা হয় অনুষ্ঠানটির। এরপর থেকে প্রতিনিয়তই চমক নিয়ে হাজির হচ্ছেন নিরব-ইমন। আসিফ আকবর, পূর্ণিমা, ফেরদৌস, মিশা সওদাগর, মেহজাবীনের মতো তারকাদের উপস্থিতিতে প্রতি পর্বে গল্প-আড্ডায় উঠে এসেছে মজার মজার অজানা সব তথ্য।
সেই ধারাবাহিকতায় আজকের (২৫ আগস্ট) পর্বের অতিথি অভিনেত্রী অরুণা বিশ্বাস। আজ রাত ৮টায় তাদের আড্ডায় উপস্থিত হয়ে তিনি জানাবেন নিজের জীবনের অনেক অজানা গল্প। দর্শকদের শোনাবেন তার অভিনয় ক্যারিয়ারের নানা চমকপ্রদ গল্প।
লাইভ রেডিওর এই অনুষ্ঠানটি আরও শুনতে পাওয়া যাবে ফোন কলে। রবি, এয়ারটেল ও বাংলালিংক থেকে লাইভ শুনতে ডায়াল করতে হবে ২৮৭৭৭ এই নম্বরে।
Leave a Reply