সম্প্রতি উওরার একটি শুটিং হাউজে নির্মিত হলো এন আর মিডিয়ার প্রযোজিত একক নাটক ‘বিপদে পড়ে বিয়ে’। রচনা করেছেন রুহুল আমিন পথিক। নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি।প্রধান সহকারী পরিচালক কাজী বাহাদুর হিমু ও সহকারী পরিচালক ওমর চৌধুরী।এ নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ছাড়াও আছেন আরো অনেকে।
গল্পে দেখা যাবে,বন্ধু তার গার্লফ্রেন্ডকে বিয়ের আসর থেকে ভাগিয়ে নিয়ে আসছে। রাতের বেলায় থাকার জায়গায় নাই তাই কাছের বন্ধুর বাসায় এসে আশ্রয় নেই।সকাল বেলা রুমে এসে দেখে বন্ধু নাই তার বউ আছে।সেই দিন তার বাবা মা বাসায় ছিলো না, একটু পর তার বাবা মা আসে বাসায় দেখে একটি মেয়ে বধু ববেশে বসে আছে। বাবা মা মনে করে তাদের ছেলে প্রেম করে বিয়ে করছে। তারা আনন্দের সহিত বউ হিসেবে মেনে নেয়।ছেলেটা জানে এটা তার বন্ধুর বউ নিজের বউ না এটা বাবা মা কে কিভাবে বুঝাবে। অবশেষে তাদের ভিতর প্রেম হয়। এ নিয়া নানা ঘটনা ঘটতে থাকে গল্পে।
পরিচালক নাজমুল রনি বলেন, নাটকের অসধারণ গল্প নিলয় ও হিমি ভালো অভিনয় করছে। তাদের দুজনের রসায়নটা ভালো ছিলো। আশা করছি দর্শক নাটকটি ভালো ভাবে নিবে।
Leave a Reply