বৃহস্পতিবার (২ জুন) রাত ৮ টায় মুক্তি পাচ্ছে প্রথম বারের মত ওটিটি প্লাাটফর্ম চরকিতে ‘শেষ চিঠি’ জুঁটি বাঁধতে দেখা যাবে প্রার্থনা ফারদিন দীঘি ও ইয়াশ রোহান। ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মটি নির্মান করেছেন নির্মাতা সুমন ধর। এতে আরো অভিনয় করেছেন – সাবেরী আলম, হিন্দোল রায়, মিলি মুন্সী।
অভিনেত্রী দীঘি বলেন, এতে আমার বিপরীতে প্রথম অভিনয় করেছেন ইয়াশ রোহান। এই মুহূর্তে আমি চেষ্টা করছি বেছে বেছে ভালো কাজ করার। ‘শেষ চিঠি’ কাজটি তেমনই। গল্পটি আমার খুব পছন্দের। এই কাজটি পরিচালক সুমন ধরে ধরে করেছেন। আশা করছি দর্শকরা নতুন কিছু পাবে। বলে আমার বিশ্বাস।
অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মে একদম ভিন্ন ধরনের আমার চরিত্র। একদম ভিন্নভাবে দেখা যাবে আমাকে।আমার চরিত্রের মধ্যে অনেক রহস্য আছে।
পরিচালক সুমন ধর বলেন, ‘নির্মাণের সঙ্গে আমি দীর্ঘদিন। প্রথমবারের মত দীঘি ও ইয়াশ রোহানের সঙ্গে কাজ। দুজনের রসায়নটা দারুণ ছিলো। সব কিছু মিলে দর্শকদের ভালো কিছু উপহার দিচ্ছি।
Leave a Reply