চিত্রনায়ক শিপন মিত্র ও নবাগত নিশাত নাওয়ার সালওয়া সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। শিরোনাম ‘বীরত্ব’। চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি ছবিটি পরিচালনা করছেন সাইদুল ইসলাম রানা। শিপন বলেন, ‘চমৎকার একটি গল্প। এ ছবিতে দর্শক একদম নতুন লুকে দেখতে পাবে। নতুন এক শিপনকে খুঁজে পাবে দর্শক। আক্টোবরে শুটিং শুরু হবে।’
সৈকত নাসিরের ‘দেশা দ্য লিডার’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় শিপনের। এ দিকে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’র শুটিং শেষ করেছেন সালওয়া। হাতে আছে সরকারি অনুদানে নির্মিত ‘এই তুমি সেই তুমি’, পরিচালনা করছেন সারাহ বেগম কবরী।
Leave a Reply