বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছাত্র-সমন্বয়কদের পরিকল্পিতভাবে হত্যা চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ বিচ্ছেদের পর, বচ্চন পরিবার নতুন বাসস্থান গড়তে যাচ্ছে ! ট্রাম্পকে হারাতে এবার প্রচারে নেমেছে নীল ছবির তারকারা ছাত্র আন্দোলনের নামে দেশ-বিরোধী জঙ্গি-সন্ত্রাসী ষড়যন্ত্র  পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী শাকিব শাফিনের প্রথম জানাজা সম্পন্ন যুক্তরাষ্ট্রে “আলফার” সেটে ১০০ নিরাপত্তারক্ষী প্রসেনজিৎ কেন থাপ্পড় মেরেছিলেন শর্মিলা ঠাকুরকে! ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা!
Uncategorized

ঢালিউডে মৌসুমীকে নিয়ে ঝড়, ওমর সানী-জায়েদ খান দ্বন্দ্ব

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

রঞ্জু সরকার

নব্বই দশকে ঢালিউডে ঝড় তুলেছে ওমর সানী ও মৌসুমী জুটি। রিল থেকে ধীরে ধীরে রিয়েল লাইফ জুটি হয়ে ওঠেন তারা। সম্প্রতি অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ তুলে বাংলাদেশ শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেন ওমর সানী। মৌসুমীকে উত্যক্ত করছেন অভিনেতা জায়েদ খান, এমনটাই অভিযোগ ওমর সানীর। সেই ইস্যুতে যখন সরগরম ঢালিউড তখনই বোমা ফাটায় মৌসুমীর অডিও বার্তা।

স্বামী নয়, বরং সহ-অভিনেতা জায়েদের পক্ষ নিয়ে কথা বলতে শোনা গেল মৌসুমীকে। তিনি স্পষ্ট বলেন, আমি জায়েদকে স্নেহ করি, সেও আমাকে খুব সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা অনেক ভালো সম্পর্ক। সেখানে আমাকে অসম্মান করার প্রশ্নই ওঠে না। আমি জানি না কেন ওমর সানী ভাই এই সমস্ত অভিযোগ আনছেন। স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করে মৌসুমীর এই অডিও বার্তা আগুনের গতিতে ছড়িয়ে পড়ে অন্তর্জালে। এখন ঢালিউডে চলছে মৌসুমী ঝড়।

জায়েদ খানের নামে লিখিত অভিযোগে শিল্পী সমিতিকে ঠিক কী জানিয়েছিলেন ওমর সানী? তিনি জানান, সমিতির সদস্য জায়েদ খান চার মাস যাবৎ আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে নানা ধরনের হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

ঢালিউডে জোর গুঞ্জন ভাঙনের মুখে ওমর-মৌসুমীর প্রায় তিন দশকের বিবাহবন্ধন। নেপথ্য প্রায় ৬ বছরের ছোট অভিনেতার সঙ্গে মৌসুমীর ঘনিষ্ঠতা। এমনটাও রটনা, এখন নাকি এক ছাদের তলায় থাকেন না সানী-মৌসুমী। গত চার মাস যাবৎ জায়েদ খানের সঙ্গে গভীর প্রণয় ডোরে আবদ্ধ মৌসুমী! যদিও এখনো এর সত্যতা পাওয়া যায়নি। সবটাই গুঞ্জন হিসেবে ভেসে বেড়াচ্ছে চলচ্চিত্রপাড়ায়।

এদিন ইঙ্গিতে মৌসুমীর সঙ্গে তৈরি হওয়া দূরত্বের কথা স্বীকারও করে নিয়েছেন ওমর সানী। আমি যা বলেছি স্পষ্ট করেই বলেছি। আমি শ্রদ্ধা রেখেই কথা বলতে চাই। স্ত্রীর অডিও বার্তা প্রসঙ্গে অভিনেতার সাফাই, মৌসুমীর প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে, আমার ছেলে-মেয়ের প্রতি আমার শ্রদ্ধা আছে। সে যা বলেছে, কী ভেবে বলেছে আই ডোন্ট নো। এ বিষয়টি নিয়ে কিছুদিন যাবৎ একটু দূরত্ব তো চলছিল।

ওমর সানী জানান, দেড় মাস এক বাড়িতে থাকলেও স্ত্রী মৌসুমীর সঙ্গে তার দেখা বা কথা হয় না। তবে জায়েদ খানের বিরুদ্ধে যে অভিযোগ তিনি এনেছেন, তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ তার হাতে রয়েছে বলে দাবি করেন তিনি।

সবশেষে তার সংযোজন, আমি মৌসুমীর ব্যাপারে বাজে কোনো মন্তব্য করব না। নব্বইয়ের দশকের শুরুর দিকে দিলীপ সোমের ‘দোলা’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেম হয় ওমর সানী ও মৌসুমীর। ১৯৯৫ সালের ৪ মার্চ হুট করেই বিয়ে সেরেছিলেন তারা। এরপর তাদের দুই সন্তান ফারদিন এহসান ও ফাইজা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ