রঞ্জু সরকার
তরুণ নির্মাতা বেলাল সানি এবার নির্মাণ করলেন ওয়েব ফিল্ম ‘ডেড বডি’। নতুন এই ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন কায়েস আরজু ও সাঞ্জু জন। আর এই দুই অভিনেতার বিপরীতে কাজ করেছেন নবাগত নায়িকা শূর্মিলা সুমি।
একটি বাংলোতে একেক করে ৫ জন খুন হয়৷ এমন কৌশলে খুনি খুন করে শত চেষ্টা করে ও পুলিশ খুনি কে খুঁজে বের করতে ব্যর্থ হয়। আর এভাবেই এগিয়ে যায় গল্পটি। থ্রিলার গল্পটি লিখেছেন পরিচালক বেলাল সানি নিজেই।
ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন শহিদুল জামান ছাঁচ্চু, এইচকে স্বাধীন, হারুন রশিদ, অ্যাঞ্জেলিনা শামীমা, তাস্নিমা ঐশী সহ আরও অনেকে।
Leave a Reply