জমজমাট ডেস্ক
দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইমন খান। ক্যাসেটের যুগে তার একটি গানের মাধ্যমইে আলোচনায় চলে আসেন। “আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়” শিরোনামের গানেই ইমন খান খ্যাতি অর্জন করে। এরপর একেরপর এক নতুন গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) আর কে মিউজিক স্টেশন নামের একটি ইউটিউব চ্যানেলে ইমন খানের নতুন একটি গান “নিখোঁজ’র” মিউজিক ভিডিও অবমুক্ত হয়েছে।
‘আমার খোঁজ নেয়ার মানুষটাই আজ নিজেই নিখোঁজ, আমার সুখ দুঃখের সাথীটারে খুজেই চলি রোজ’ গানের এমনি কথায় নিজের নিখোঁজ হওয়া ভালবাসার মানুষটাকে খূজেছে ইমন খান তার গানের মধ্য দিয়ে। নূর হোসেন হৃদয়ের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ইমন খান। সোহেল হৃদয়ের পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ছিলেন, আনান খান ও রিয়া আক্তার।
গানটি নিয়ে নির্মাতা সোহেল হৃদয় বলেন, নূর হোসনে হৃদয়ের লেখা ও সুরের গানটিতে অসাধারণ গেয়েছেন ইমন খান। গাজীপুরের একটি লোকেশনে মিউজিক ভিডিওর শ্যুটিং শেষ সম্পন্ন করে সম্প্রতি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। গানটি দর্শক শ্রোতাদের অনকে ভাল লাগবে। ইতিমধ্যে গানটি নিয়ে ব্যাপক সাড়াও পাচ্ছি।
Leave a Reply