গীতিকার রবিউল ইসলাম রবি। তার প্রথম লেখা এ্যালবাম ‘অনুভবে অনুরণ’। এছাড়াও আরও ৩৬টি মিক্স এ্যালবামে গান লিখেছেন তিনি। হয়েছে বেশ কিছু গানের মিউজিক ভিডিও। যা ইউটিউবে পাওয়া যাচ্ছে। রবির লেখা গানগুলো গেয়েছেন জনপ্রিয় সব শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন এস আই টুটুল, কাজী শুভ, ইলিয়াস হোসাইন, শহীদ, ফারাবী, রাশেদ, স্বরলিপি, এফ এ সুমন, মোহাম্মদ মিলন, প্রীতম খান, ইমন খান সহ নতুন পুরাতন অনেক জনপ্রিয় শিল্পী।
এরইমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রেও গান লিখেছেন তিনি। নতুন কিছু গান নিয়ে রবির বর্তমান ব্যস্ততা। গান লেখার পাশাপাশি বেশ কয়েকটি নাটকও রচনা করেছেন তিনি। রবিউল ইসলাম রবি জমজমাটকে বলেন, ‘লেখালেখি আমার নেশা। ভালোলাগা থেকেই লেখালেখি করছি। সামনে আমার লেখা নতুন কয়েকটি গান আসবে। এগুলো নিয়েই বর্তমানে ব্যস্ত সময় কাটছে।’
Leave a Reply