রঞ্জু সরকার
সেন্সর ছাড়পত্র পেল আবু রায়হান জুয়েল পরিচালিত সিয়াম আহমেদ ও পরীমনি অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ফলে এটি সিনেমাহলে মুক্তিতে কোনো বাধা নেই। দুই একদিনের মধ্যে সেন্সর সার্টিফিকেট পাবে নির্মাতা আবু রায়হান জুয়েল।
এ প্রসঙ্গে নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘গত ২ আগস্ট সিনেমাটি সেন্সরে জমা দিয়েছিলাম। আমি এখনো জানি না সেন্সর ছাড়পত্র পেয়েছি কিনা। সাংবাদিক ভাইয়েরা আমাকে জানাচ্ছেন। নিজের প্রথম নির্মাণ সেন্সর পেয়েছে বিষয়টি খুব ভালো লাগছে।’
নির্মাতা আরো জানান, ‘সেন্সর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। সেন্সর সার্টিফিকেট হাতে পেলে আমার প্রযোজক ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করব।’
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় সিয়াম-পরীমনি ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী। ২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি।
প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন। সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সেন্সর ছাড়পত্র পেয়েছে।
Leave a Reply