গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হলেন মিয়া ভাই খ্যাত ও ঢাকা-১৭ আসনের সাংসদ নায়ক ফারুক। গত ৩১ আগষ্ট রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘ফারুক ভাই কিছুদিন আগে ঠান্ডা-জ্বরে ভুগছিলেন। এজন্য হাসপাতালেও থেকেছেন কিছুদিন। মোটামুটি সুস্থ হয়ে বাসায় ফিরেন। কিন্তু ৩১ তারিখ হঠাৎ করে অসুস্থতা বাড়তে থাকে। তাই আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন।’
এর আগে ১৮ আগস্ট তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে ২৬ আগস্ট বাসায় ফিরেন এই অভিনেতা। জ্বর, সর্দি-কাশিসহ করোনার উপসর্গ থাকায় ফারুকের করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট নেগেটিভ এসেছে।
Leave a Reply