জমজমাট ডেস্ক
বলিউডের দুই দর্শকজনপ্রিয় মুখ শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। অভিনয়ও করেছেন একসঙ্গে। কিন্তু এবার গুঞ্জন উঠেছে ক্যাটরিনার বোনের সঙ্গে প্রেম করছেন শাহরুখপুত্র আরিয়ান খান।
মঙ্গলবার (৩০ আগস্ট) সেই সম্পর্কের রসায়ন দেখা গেল এক পার্টিতে। তারা একসঙ্গে সময় কাটাচ্ছেন, পার্টি করছেন তেমনই একটি মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছেন।
মূলত ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি চৌহানের জন্মদিনে হাজির হয়েছিলেন তারা। সেখানে আরও ছিলেন অভিনেতা করন ট্যাকার, আরিয়ান খান, ইসাবেল কাইফ। শ্রুতির জন্মদিনের অনুষ্ঠানে আরিয়ান ইসাবেলের সঙ্গে সময় কাটানোর মুহূর্তই ফ্রেমবন্দি হয়েছে। কাছাকাছি ছিলেন পুরো পার্টির সময়জুড়ে। আর এতেই বেশ জোরালো হয়েছে তাদের প্রেমের গুঞ্জন!
বোনের পথ অনুসরণ করে ইতোমধ্যে বলিউডে অভিষেক ঘটেছে ইসাবেলের। সুরজ পাঞ্চোলির সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাকে। তার আগামী ছবি ‘সুস্বাগতম খুশ আমদিদ’।
সূত্র : আনন্দবাজার
Leave a Reply